ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে অস্ত্র ও ট্রাকসহ ডাকাতির মালামাল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
বরিশালে অস্ত্র ও ট্রাকসহ ডাকাতির মালামাল উদ্ধার

বরিশালে অস্ত্র ও একটি ট্রাকসহ ডাকাতির মালামাল আটক করেছে পুলিশ।

বরিশাল: বরিশালে অস্ত্র ও একটি ট্রাকসহ ডাকাতির মালামাল আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে মহানগরীর লাকুটিয়া সড়কে বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের বাসার সামনে থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

বরিশাল কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজহার ইসলাম বাংলানিউজকে জানান, ভোরে নগরীর থানা কাউন্সিলের সামনে টহল পুলিশ সন্দেহের বশে ট্রাকটি থামানোর সিগনাল দেয়। ট্রাকটি সিগনাল ওভারটেক করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে সাবেক এমপি সরোয়ারের বাসার সামনে থেকে আটক করা হয়। তবে ট্রাকে থাকা ডাকাতরা পালিয়ে যান। পরে ওই ট্রাক থেকে ১৫টি গ্যাসের সিলিন্ডার, একটি ছোরা, দা, রাম দা, রড, চোরাই ব্যাটারি ও মেয়েদের বেশকিছু কাপড়-চোপড়সহ ট্রাকটি জব্দ করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ বাংলানিউজকে জানান, ট্রাকে থাকা ডাকাত সদস্যদের আটক করা সম্ভব হয়নি। তারা নগরীর বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।
 
বাংলা‌দেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডি‌সেম্বর ২৬, ২০১৬
এমএস/এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।