ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে ট্রাক্টর চাপায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
দাউদকান্দিতে ট্রাক্টর চাপায় শিশু নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টঞ্জ বাজারের ফুটওভার ব্রিজের নিচে ট্রাক্টর (পাওয়ার টিলার) চাপায় বৃষ্টি আক্তার (৬) নামে একটি শিশু নিহত হয়েছে।

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টঞ্জ বাজারের ফুটওভার ব্রিজের নিচে ট্রাক্টর (পাওয়ার টিলার) চাপায় বৃষ্টি আক্তার (৬) নামে একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক্টর চালক দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত বৃষ্টি আক্তার জেলার মেঘনা উপজেলার রাধানগর গ্রামের সৌদী প্রবাসী তোফাজ্জল হোসেনের মেয়ে।  

আটক ট্রাক চালক চান্দিনা উপজেলার ছায়কোট-তুলাতলী গ্রামের সুয়া মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টি তার মা-বাবার সঙ্গে খালার বাড়ি চান্দিনা উপজেলার বসিকপুরে বেড়াতে যাচ্ছিল। তারা ইলিয়টঞ্জ বাজারের কাছে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দৌড় দেয় বৃষ্টি। এসময় কুমিল্লাগামী একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ট্রাক্টর চালককে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।