ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় আটক ৩ হেরোইন ব্যবসায়ী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
সলঙ্গায় আটক ৩ হেরোইন ব্যবসায়ী কারাগারে

সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইনসহ আটক তিন মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইনসহ আটক তিন মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- তাড়াশ উপজেলার মাধবপুর গ্রামের আমিরুল ইসলাম, উল্লাপাড়ার সলঙ্গা থানার ফেতর গ্রামের আতিক হাসান ও একই থানার আগরপুর গ্রামের জাকিরুল আলম।

এর আগে রোববার (২৫ ডিসেম্বর) গভীর রাতে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।