ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢামেকে এক নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
ঢামেকে এক নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকা থেকে এক নারীসহ অজ্ঞাতপরিচয় দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকা থেকে এক নারীসহ অজ্ঞাতপরিচয় দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে ও সন্ধ্যায় পৃথকভাবে ঢামেকের পিডি হোস্টেলের সামনে থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।

সন্ধ্যায় ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই-এবি) আবুল মিয়া বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, সন্ধ্যায় ঢামেকের পিডি হোস্টলের সামনে থেকে অজ্ঞাতপরিচয় (৭০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার আগে‌ বিকেল ৫টার দিকে ঢামেকের নতুন ভবনের সামনে থেকে অজ্ঞাতপরিচয় (৬০) আরেক ব্যক্তির মরদেহ ‌উদ্ধার করা হয়।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, এ দু’জন ভবঘুরে হয়ে হাসপাতাল এলাকায় ঘুরে বেড়াতেন।

মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এএসআই।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬

এজেডএস/এএটি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।