ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে সড়‌কের পাশ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
বরিশালে সড়‌কের পাশ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

বরিশাল-বানারীপাড়া সড়কের পাশ থেকে সুজন (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ব‌রিশাল: বরিশাল-বানারীপাড়া সড়কের পাশ থেকে সুজন (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ‌(২৬ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১১টায় বানারীপাড়ার রায়েরহাট এলাকার মীর বাড়ির সামনে থে‌কে মরদেহটি উদ্ধার করা হয়।

সুজনের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপ‌জেলায় বলে জানা গেছে।

বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মুমুর্ষূ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মাথা এবং শরীরের বি‌ভিন্ন স্থা‌নে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার মোবাইল ফোন থেকে কল করে পরিচয় জানা যায়। প্রাথমিকভাবে ধারণা কর‍া হচ্ছে সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদ‌ন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরে মৃত্যুর কারণ সম্পর্কে নি‌শ্চিত হওয়া যা‌বে।

বাংলা‌দেশ সময়: ০৫১২ ঘণ্টা, ডি‌সেম্বর ২৭, ২০১৬
এমএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।