ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

বরগুনায় জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশের সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৭, ডিসেম্বর ২৭, ২০১৬
বরগুনায় জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশের সভা বরগুনায় জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশের সভা

বরগুনায় জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা: বরগুনায় জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় বরগুনার পুলিশ লাইনে এ সভা অনুষ্ঠিত হয়।

বরগুনার পুলিশ সুপার বিজয় বসাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বরগুনার জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম।

সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ এবং বরগুনা প্রেসক্লাব সেক্রেটারি আবু জাফর মো. সালেহ প্রমুখ।

সভায় জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম বলেন, ভিন্নধর্মী এ নির্বাচনে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ১৫টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রেই একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।