ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বকচর ও গোদাগাড়ী সীমান্তে ২৪ লাখ টাকার হেরোইন উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
বকচর ও গোদাগাড়ী সীমান্তে ২৪ লাখ টাকার হেরোইন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের বকচর ও গোদাগাড়ী সীমান্ত থেকে ২৪ লাখ টাকা মূল্যের ১ কেজি ৪শ’ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন বিজিবি-১ ব্যাটালিয়নের সদস্যরা। 

রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জের বকচর ও গোদাগাড়ী সীমান্ত থেকে ২৪ লাখ টাকা মূল্যের ১ কেজি ৪শ’ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন বিজিবি-১ ব্যাটালিয়নের সদস্যরা।  

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিনগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।  

বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক সোহেল উদ্দিন পাঠান বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে অভিযানের কথা জানান।

তিনি বলেন, বকচর সীমান্ত ফাঁড়ির একটি দল টহল কমান্ডার নায়েব সুবেদার মীর নজরুল ইসলামের নেতৃত্বে পদ্মানদীর চরে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ২শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার অানুমানিক মূল্য ২০ লাখ টাকা।  

একই দিন রাতে সাহেবনগর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাড়ীনগর গ্রামে আলাদা অভিযান চালিয়ে আরও ২শ’ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।