ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
মির্জাপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তিন গ্রামের পাঁচ বাড়িতে ডাকাতি করার সময় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক ডাকাত।

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তিন গ্রামের পাঁচ বাড়িতে ডাকাতি করার সময় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক ডাকাত।

বুধবার (২৮ ডিসেম্বর) মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।  

নিহতরা হলেন-নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কোলা গ্রামের কমল দাস (৫৩) এবং পাকুল্যা গ্রামের শরিফুল ইসলাম (৫৬)।  

আহত ডাকাত সদস্যের নাম নেক মাহমুদ। সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার শৈলজানা গ্রামের নুর ইসলামের ছেলে নেক মাহমুদ আশঙ্কাজনক অবস্থায় একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বাংলানিউজকে জানায়, বুধবার ভোর ৪টার দিকে উপজেলার জামুর্কি ইউনিয়নের আগধল্যা গ্রামের দেওয়ান দুলাল, কাটরা গ্রামের রিয়াজ মিয়া, আবু তালেব এবং উফুলকী গ্রামের আজাহার আলী ও রবির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে ওই পাঁচ বাড়ি থেকে স্বর্ণালংকার ও কয়েক লাখ টাকার মালপত্র লুটে নেয়। আগধল্যা গ্রামের দুলাল দেওয়ানের বাড়িতে ডাকাতির সময় স্থানীয় লোকজন টের পেয়ে বাড়ির চারপাশ ঘিরে ফেলে। এসময় ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে স্থানীয়রা তিন ডাকাতকে ধরে ফেলে। এসময় ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়। তিন ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন ডাকাতকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে দুই ডাকাত মারা যান।  

তিনি আরো জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।