ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
সিলেটে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা জেলা পরিষদ নির্বাচন

জেলা পরিষদ নির্বাচনে সিলেটে ভোট গ্রহণ শেষ হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় ভোট গ্রহণ শেষ হয়। এরপর শুরু হয় গণনা। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লুৎফুর রহমানসহ চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিলেট: জেলা পরিষদ নির্বাচনে সিলেটে ভোট গ্রহণ শেষ হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় ভোট গ্রহণ শেষ হয়।

এরপর শুরু হয় গণনা।

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লুৎফুর রহমানসহ চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যরা হলেন- ড. সর্দার এনামুল হক, জিয়া উদ্দিন লালা ও ফখরুল ইসলাম। জেলা পরিষদ নির্বাচনে সিলেটে মোট ভোটার এক হাজার ৯৪ জন।  

সংরক্ষিত সদস্য পদে ২৮ জন এবং সাধারণ সদস্য পদে ১১০ জন প্রার্থী থাকলেও পাঁচটি ওয়ার্ডে পুরুষ পদে ৩০ জন সদস্য নির্বাচনে অংশ নিতে পারেনি। যে কারণে সদস্য পদে ৮০ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এনইউ/ এসআরএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।