ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে চোরাই ওষুধসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
নারায়ণগঞ্জে চোরাই ওষুধসহ আটক ১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৮ লাখ টাকার চোরাই ওষুধসহ মাসুম হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৮ লাখ টাকার চোরাই ওষুধসহ মাসুম হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৮ ডিসেম্বর) সোনারগাঁও থানায় এ ঘটনায় মাসুমসহ আরও অজ্ঞাত চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া।

এর আগে, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিনগত রাতে কুতুবপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক মাসুম হোসেন সোনারগাঁওয়ের কুতুবপুর এলাকায় মোফজ্জল হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া বাংলানিউজকে বলেন, জেলা ও জেলার বাইরের বিভিন্ন দোকান থেকে চুরি হওয়া ওষুধ ক্রয় করে নিজ বাসায় মজুত করেন মাসুম। পরে কৌশলে সেগুলো জেলার বিভিন্ন ওষুধের দোকানে বিক্রি করেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
জিপি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।