ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৩৮ জনের ২৪ জন টিপ সইয়ে ভোট দিলেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
৩৮ জনের ২৪ জন টিপ সইয়ে ভোট দিলেন

সীমান্তবর্তী লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে ৩৮জন ভোটারের মধ্যে ২৪ জনই টিপ সই দিয়েছেন।

লালমনিরহাট: সীমান্তবর্তী লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে ৩৮জন ভোটারের মধ্যে ২৪ জনই টিপ সই দিয়েছেন।

জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার বাংলানিউজকে জানান, এ কেন্দ্রে তিনটি ইউনিয়নের মোট ৩৯ জন জনপ্রতিনিধি ভোটার রয়েছেন।

এরমধ্যে ৩৮টি ভোট পড়েছে। একজন অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত রয়েছেন।

৩৮জন ভোটারের মধ্যে নারী বুথে ১০জন ও পুরুষ বুথে ২৮জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। মহিলা বুথের সবাই নিজ নিজ নামে স্বাক্ষর করে ব্যালট পেপার সংগ্রহ করেছেন। অপরদিকে পুরুষ বুথে ২৮ জনের মধ্যে চারজন নিজ নামে স্বাক্ষর করলেও ২৪ জনই টিপ সই দিয়েছেন।

এ জেলাকে নিরক্ষরমুক্ত ঘোষণা করা হলেও এখন পর্যন্ত অনেক জনপ্রতিনিধি রয়েছেন যারা নিজ নামে স্বাক্ষর করতে পারেন না।

লালমনিরহাটের ১৫টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।