ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

জাতীয়

ধুনটে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১১, ডিসেম্বর ২৮, ২০১৬
ধুনটে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ বগুড়া

বগুড়ার ধুনট উপজেলায় মিলন মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় মিলন মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

 

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ধুনট থানা পুলিশ মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।

মিলন মিয়া উপজেলার কালেরপাড়ার মতি মিয়ার ছেলে।

এ ঘটনায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় বিয়ের কথা বলে ওই ছাত্রীকে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করেন মিলন। ২৫ ডিসেম্বর সকালে মেয়েটিকে কৌশলে বাবার বাড়ি পৌঁছে দিয়ে সটকে পড়েন তিনি।

এ ঘটনায় মঙ্গলবার রাতে মেয়েটি বাদী হয়ে মিলন রহমান ও তার দুই সহযোগীর বিরুদ্ধে ধুনট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনার পর মিলন ও তার সহযোগীরা পলাতক রয়েছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

আসামিদের আটক করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬  
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।