ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

বরগুনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ দেলেয়ার হোসেন বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৯৫ ভোট।

বরগুনা: বরগুনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ দেলেয়ার হোসেন বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৯৫ ভোট।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জাফরুল হাসান ফরহাদ পেয়েছেন ১৭ ভোট।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় বরগুনার ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়।

জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের মোট ৬১৫ জন ভোটার ভোট দেন। নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সদস্য পদে ৩৮ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।