ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উন্নয়ন মেলা সফল করতে গফরগাঁওয়ে প্রস্তুতি সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
উন্নয়ন মেলা সফল করতে গফরগাঁওয়ে প্রস্তুতি সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের গফরগাঁওয়ে অনুষ্ঠিত হতে যাওয়া উন্নয়ন মেলা সফল করতে প্রস্তুতি সভা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। নতুন বছরের ৯ জানুয়ারি (সোমবার) এই মেলা হবে।

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে অনুষ্ঠিত হতে যাওয়া উন্নয়ন মেলা সফল করতে প্রস্তুতি সভা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। নতুন বছরের ৯ জানুয়ারি (সোমবার) এই মেলা হবে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে স্থানীয় উপজেলা পরিষদে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ শঙ্কর কুন্ডু।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি শেখ শামছুল আরেফীন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রেশমা আক্তার, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী প্রমুখ।

এ সময় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ উপজেলার বিশিষ্ট নাগরিকেরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এমএএএম/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।