ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লামায় বিপুল পরিমাণ মদসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
লামায় বিপুল পরিমাণ মদসহ আটক ১

বান্দরবানের লামায় ১ লাখ ৭১ হাজার লিটার চোলাই মদ ও উপকরণসহ থোয়াই উ খ্যং (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বান্দরবান: বান্দরবানের লামায় ১ লাখ ৭১ হাজার লিটার চোলাই মদ ও উপকরণসহ থোয়াই উ খ্যং (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার আজিজনগর ইউনিয়নের হেডম্যানপাড়াসহ আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন বাংলানিউজকে জানান, জব্দকৃত মদ ও উপকরণের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।