ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গুলিস্তানে বাসের ধাক্কায় কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
গুলিস্তানে বাসের ধাক্কায় কিশোরের মৃত্যু ছবি: প্রতীকী

রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসের ধাক্কায় রুহুল আমিন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে গুলিস্তান পাতাল মার্কেটের উপরে এ ঘটনা ঘটে।

ঢাকা: রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসের ধাক্কায় রুহুল আমিন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে গুলিস্তান পাতাল মার্কেটের উপরে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় পথচারীরা রুহুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় তার মৃত্যু হয়।

পথচারী তানভীর আহমেদ বলেন, নিহত কিশোর পাতাল মার্কেটের উপর দিয়ে রাস্তা পার হচ্ছিল। এমন সময় দ্রুতগতিতে আসা মিডওয়ে পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। তখন আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি।

ছেলের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন তার বাবা আলমগীর হোসেন। তিনি জানান, তার ছেলে রুহুল আমিন(১৬) গুলিস্তানের একটি সেনেটারি দোকানে কাজ করতো। তাদের বাড়ি পটুয়াখালি সদর উপজেলার সাখারিয়া গ্রামে। পরিবারসহ তারা রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় থাকেন।

ঢামেক পুলিশ বক্স এর সহকারী উপ-পরির্দশক (এএসআই) বাবুল মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।