ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ কুয়াশায় ফেরি বন্ধ দৌলতদিয়া-পাটুরিয়ায়। ছবি: ফাইল ফটো

ঘনকুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। নৌপথের দুর্ঘটনা এড়াতে শুক্রবার ভোর ৫টা থেকে সাময়িকভাবে এই ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

মানিকগঞ্জ : ঘনকুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। নৌপথের দুর্ঘটনা এড়াতে শুক্রবার ভোর ৫টা থেকে সাময়িকভাবে এই ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন বাংলানিজকে ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন। তবে নৌপথে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ার সাথে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।