ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
বগুড়ায় কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতীয়তাবাদী কৃষকদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হচ্ছে- ছবি: বাংলানিউজ

জাতীয়তাবাদী কৃষকদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয় দিনটি।

বগুড়া: জাতীয়তাবাদী কৃষকদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয় দিনটি।


 
শুক্রবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
 
সভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, উপদেষ্টা মো. শোকরানা, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা পবন, জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মো. মেহেদী হাসান হিমু ও স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুব হাসান লিমন প্রমুখ।

এ সময় দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এমবিএইচ/এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।