ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান চাপায় মা-ছেলে নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান চাপায় মা-ছেলে নিহত

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় রিকশা যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে নিহত নারীর অপর ছেলে। শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিতকরা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী জয়নাব বেগম (৩৫) ও ছেলে রবিউল আলম (১৫)। আহত শিশুটি (৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
 
স্থানীয়রা জানায়, দুপুরে জয়নাব বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে দুই ছেলেকে নিয়ে রিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে একটি কাভার্ডভ্যান রিকশাটিকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।