ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধুনট পৌর এলাকায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
ধুনট পৌর এলাকায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন পূর্ব ভরনশাহী মহল্লায় নতুন পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

বগুড়ার ধুনট পৌর এলাকার পূর্ব ভরনশাহী মহল্লায় নতুন পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌর এলাকার পূর্ব ভরনশাহী মহল্লায় নতুন পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩০ডিসেম্বর) দুপুর ১২টায় ধুনট-সোনামুখি রোড থেকে ভরশাহী গ্রামের মাঝের এই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।

এসময় উপস্থিত ছিলেন- বগুড়া জেলা পরিষদের ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য এএফএম ফজলুল হক, মেয়র পত্মী রোজিনা আকতার তুহিন, পৌর কাউন্সিলর শাহজাহান আলী, রনজু মল্লিক, বাবুল আকতার বাবু, ফজলুল হক, আলী আজগর মান্নান, শিল্পি খাতুন, অলোকা খাতুন, রেনুকা খাতুন, পৌরসভার কার্যসহকারী মাহমুদুল হাসান, কর আদায়কারী এনামুল হক দোলন, বাজার পরিদর্শক জহুরুল ইসলাম, স্টুডেন্ট ক্লাবের সভাপতি আব্দুল মোমিন সোহেল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ব্যবসায়ী বদরুল হাসান, রফিকুল ইসলাম ও বিপ্লব হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।