ঢাকা, সোমবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে ভাইয়ের হাতে ভাই খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
পটুয়াখালীতে ভাইয়ের হাতে ভাই খুন

পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে শফি হাওলাদার (৪২) নামে অপর এক ভাই খুন হয়েছেন।

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে শফি হাওলাদার (৪২) নামে অপর এক ভাই খুন হয়েছেন।

 

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে লালুয়া ইউনিয়ন চেয়ারম্যান মীর তারিকুজ্জামান জানান, জমি সংক্রান্ত সালিশে উপস্থিত হওয়ার জন্য শুক্রবার সকালে তাবলীগ জামাত থেকে বাড়ি আসেন শফি হাওলাদার। সকালে তিনি বাড়ির সামনে বসে মুড়ি খাচ্ছিলেন। এ সময় চাচা ইসমাইল হাওলাদারের ছেলে নাজমুল (২৫) এসে জমি বুঝিয়ে দেওয়ার কথা বললে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে নাজমুল শফি হাওলাদারকে ঘুষি-লাথি মারতে থাকেন। পরে বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশী ও সালিশ বৈঠকের লোকজন ছুটে এসে শফি হাওলাদারকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে স্থানীয় চিকিৎসককে ডেকে আনা হলে তিনি শফিকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহনেওয়াজ জানান, মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এমএস/বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।