ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোলায় আন্তঃজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
ভোলায় আন্তঃজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন ভোলায় আন্তঃজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী-ছবি: বাংলানিউজ

ভোলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তঃজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

ভোলা: ভোলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তঃজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে চেম্বার অব কমার্স, জেলা ক্রীড়া সংস্থা ও প্রিয় গ্রুপের আয়োজনে শহরের বাংলা স্কুল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন-বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

প্রতিযোগিতায় ভোলা, বরিশাল, বরগুনা, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজার, নওগাঁ, ঝালকাঠি ও রংপুর জেলা দল অংশগ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, খেলাধ‍ূলায় দেশ এগিয়ে যাচ্ছে এবং সারাবিশ্বে পরিচিতি লাভ করছে।    গ্রাম বাংলায় ব্যাডমিন্টনকে আরও জনপ্রিয় করে তোলা হবে।
 
এসময় উপস্থিত ছিলেন-ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভাইস চেয়ারম্যান মো. ইউনুস ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন প্রমুখ।

ভোলা জেলা দলের পক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন ইকবাল হোসেন ও অসীম আচার্য্য শান্ত। উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপনা করেন-তালহা তালুকদার বাঁধন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।