ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকা মেডিকেলে হাজতির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
ঢাকা মেডিকেলে হাজতির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হ‍াফিজুর রহমান (৪৮) নামে এক হাজতি মারা গেছেন। তার হাজতি নং ২৬৬৪৯/১৬। পিতা এম এ বারী।

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হ‍াফিজুর রহমান (৪৮) নামে এক হাজতি মারা গেছেন। তার হাজতি নং ২৬৬৪৯/১৬।

পিতা এম এ বারী।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে চিকিৎসার জন্য হাফিজুরকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেকে ডিউটিরত কারারক্ষী জাকারিয়া জানান, মৃত হাজতি মুগদা থানায় মাদক মামলার আসামি ছিলেন। কারাগারের ভিতর অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এএসআই) বাবুল মিয়া জানান, মৃতদেহটি ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।