ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফটো সাংবাদিক বিমুর ভাইয়ের ইন্তেকাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
ফটো সাংবাদিক বিমুর ভাইয়ের ইন্তেকাল

বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক বগুড়া অফিসের ফটো সাংবাদিক শাহিনুর রহমান বিমুর বড় ভাই সাইফুর রহমান মারা গেছেন (ইন্নানিল্লাহি.. রাজিউন)।
 

বগুড়া: বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক বগুড়া অফিসের ফটো সাংবাদিক শাহিনুর রহমান বিমুর বড় ভাই সাইফুর রহমান মারা গেছেন (ইন্নানিল্লাহি.. রাজিউন)।
 
শুক্রবার (৩০ ডিসেম্বর) বেলা ২টায় শহরের মালতিনগর এলাকার বাড়িতে তিনি মারা যান।

তিনি ওধুষের ব্যবসা করতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর।
 
তার মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন  বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা।
 
সন্ধ্যা সাড়ে ৬টায় অত্র সংগঠনের সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
মরহুমের মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদ, সাবেক সভাপতি আসাফ-উদ-দৌলা ডিউক, মমিনুর রশীদ সাইন, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আযম কমল, সাজ্জাদ হোসেন পল্লব, সহ-সভাপতি জাফর আহম্মেদ মিলন, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সদস্য আব্দুস সালাম, বজলুর রশীদ সুইট, মোমিন জিলু, সিরাজুল ইসলাম, সঙ্গীত রায় বাপ্পী, সোয়েল রানা, মিলন আলম প্রমুখ।
 
শনিবার (৩১ডিসেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে গ্রামের বাড়ি বগুড়া সদর উপজেলার আশোকোলায় পারিবারিক গোরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এমবিএইচ/বিএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।