ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে পিকআপের ধাক্কায় সেনা সদস্য নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
যশোরে পিকআপের ধাক্কায় সেনা সদস্য নিহত

যশোরে সড়ক দুর্ঘটনায় গোলাম মোস্তফা (৩০) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। 

যশোর: যশোরে সড়ক দুর্ঘটনায় গোলাম মোস্তফা (৩০) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।  

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের খয়েরতলা চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সেনা সদস্য গোলাম মোস্তফা জামালপুর জেলার তুলশিপুর সদর উপজেলার রশিদপুর গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে।

গোলাম মোস্তফাকে হাসপাতালে নিয়ে আসা ইজিবাইক চালক হাফিজুর রহমান বলেন, সাড়ে ৭টার দিকে গোলাম মোস্তফা মোটরসাইকেলযোগে কর্মস্থল যশোর সেনানিবাসে ফিরছিলেন। পথে যশোর-ঝিনাইদহ মহাসড়কের খয়েরতলা চেকপোস্টের সামনে একটি মাছের পিকআপ তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।  

এসময় তাকে দ্রুত ইজিবাইক চালক হাফিজুর রহমান যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক এম আব্দুর রশিদ গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক আব্দুর রশিদ বাংলানিউজকে বলেন, নিহত সেনা সদস্যের বুকের পাঁজড়ের হাড় ও পা ভেঙেছে। ময়না তদন্তর জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।