ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাটখিল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
চাটখিল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আর নেই

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও খিলপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ভিপি পেয়ার আহমেদ (৫২) মারা গেছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে জেলা শহর মাইজদীতে অ্যাডভোকেট আবু হানিফের বাসার বাথরুমে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

জানা যায়, শুক্রবার (৩০ ডিসেম্বর) নোয়াখালী জেলা বিএনপির সম্মেলন শেষে মাইজদীতে চাটখিল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বদলকোট ইউপির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবু হানিফের বাসায় রাতযাপন করতে যান তিনি।

বেশ কিছুদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় বাথরুমে যাওয়ার পর হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার।

চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।