ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
নারায়ণগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান উচ্ছেদ অভিযান/ ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ফুটপাতের উপর বসা ভ্রাম্যমাণ দোকানের পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কগুলোতে এ অভিযান চালানো হয়।

সদর থানা পুলিশ ও র‌্যাব-১১ এর সদস্যরা উচ্ছেদ অভিযানে সহায়তা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার (সহকারী কমিশনার ভূমি) বাংলানিউজকে জানান, অবৈধ দোকান ও স্থাপনার কারণে সৃষ্টি হয় যানজটের।

এ ছাড়া রাস্তায় কোনো কারণ ছাড়া অবৈধভাবে পার্কিং করা গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের যানজট নিয়ন্ত্রণে রাখতে ও ফুটপাতকে চলাচলের উপযোগী করতে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।