ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট অ্যাম্বুলেন্স

ঢাকা: পুলিশি হয়রানীর প্রতিবাদে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দিয়েছে ঢাক‍া মহানগর অ্যাম্বুলেন্স সমবায় সমিতি ।

শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে এ ধর্মঘট শুরু হবে।  

ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স সমিতির সভাপতি মো. মমিন আলী শনিবার বিকেলে ধর্মঘটের বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, শনিবার দিবাগত রাত ১২টা থেকে একযুগে সারাদেশে আমাদের অ্যাম্বুলেন্স ধর্মঘট শুরু হবে।    

তিনি বলেন, ট্রাফিক সার্জেন্ট ও বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেটের হয়রানীর হাত থেকে বাঁচতে চাই। ধর্মঘটে আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক সমিতি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এজেডএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।