ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
গৌরনদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোফাজ্জেল (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।

শনিবার (৩১ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে গৌরনদী উপজেলা পোস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোফাজ্জেল উপজেলার টিকাসার এলাকার মহব্বত আলী পাইকের ছেলে।

তিনি স্থানীয় ইলেকট্রিক দোকানের মালিক।

নিহতের স্বজন সানাইল জানান, বেলা আড়াইটার দিকে গৌরনদী পোস্ট অফিসের সামনে অবস্থিত মুরাদ স্টিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে দোকান মালিক মুরাদ খান (২২), পাশের দোকানের মালিক মোফাজ্জেল ও হোসনাবাস এলাকার সৈয়দ আলীর ছেলে আলমসহ (৪০) চারজন গুরুতর আহত হন।

এ অবস্থায় তাদের উদ্ধার করে একজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া মোফাজ্জেলসহ বাকিদের বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মোফাজ্জেলকে মৃত ঘোষণা করেন।

বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদ মোল্লা জানান, দগ্ধদের মধ্যে মুরাদের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এমএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।