ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে দু’পক্ষের সংষর্ষে আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
বরিশালে দু’পক্ষের সংষর্ষে আহত ৫

বরিশাল: বরিশালে জমিজমা নিয়ে দুই পক্ষের সংষর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নগরের পোর্টরোডে চরমোনাই খেয়াঘাট এলাকায় এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে সোহাগ, আব্দুল আজিজ, ইউসুফ, আলামিনের নাম জানা গেছে।

স্থানীয়রা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আলামিন ও সোহাগ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। দুপুরে আলামিন লোকজন নিয়ে সোহাগ ও তার সহযোগীদের ঘরে আগুন ধরিয়ে দেন। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হন।

কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) তাহের বাংলানিউজকে জানান, এ ঘটনায় দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এমএস/এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।