ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় অস্ত্রসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
কুমিল্লায় অস্ত্রসহ আটক ১ আটক মোহাম্মদ শাখাওয়াত হোসেন ওরফে পিচ্চি সুমন

কুমিল্লা: কুমিল্লার রেইসকোর্স এলাকা থেকে একটি এলজি ও এক রাউন্ড গুলিসহ মোহাম্মদ শাখাওয়াত হোসেন ওরফে পিচ্চি সুমনকে (২৭) আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে ডিবি পুলিশ এ তথ্য জানায়।

সুমন একই এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে।

কুমিল্লা ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রেইসকোর্স এলাকায় অভিযান চালিয়ে সুমনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।