ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান ও প্রচারণা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
বরিশালে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান ও প্রচারণা শুরু বরিশালে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান ও প্রচারণা শুরু

বরিশালে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান ও প্রচারণা শুরু হয়েছে।

বরিশাল: বরিশালে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান ও প্রচারণা শুরু হয়েছে।

রোববার (০১ জানুয়ারি) সকাল ১১টায় জিলা স্কুল মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই মাদকবিরোধী কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. গাজী সাইফুজ্জামান।

মাসব্যাপী এই কর্মসূচির আয়োজক বরিশাল জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবুল কালাম আজাদ, জিলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এম রাসেদুজ্জামান, পরিদর্শক আবদুল মালেক তালুকদার ও পরিদর্শক মোজাম্মেল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা এবং চিত্রাংকন, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এমএস/এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।