ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেনাপোলে সোয়া ৮ কোটি টাকার পণ্য জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
বেনাপোলে সোয়া ৮ কোটি টাকার পণ্য জব্দ

বেনাপোল (যশোর): বেনাপোল-যশোর মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট থেকে আট কোটি ২৮ লাখ টাকা মূল্যের একটি অবৈধ চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (০১ জানুয়ারি) বিকেল ৩টায় ২৬ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক গণমাধ্যেমে বিষয়টি জানান।

বিজিবি জানায়, ‍গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্টে একটি কাভার্ডভ্যানে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে কাভার্ডভ্যান থেকে কাগজপত্র বিহীন আট কোটি ২৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন পণ্য সামগ্রী জব্দ করা হয়। এসময় কৌশলে চোরাকারবারীরা পালিয়ে যায়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ভারতীয় থ্রী-পিস, লেহেঙ্গা, ওড়না, থান কাপড়, ধূতি পাজামা ও টি-শার্ট।

২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, পরিমাণ নির্ণয় ও কাগজপত্র যাচাই করে আটক পণ্যগুলো যশোর কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এজেডএইচ/এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।