ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
রূপগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় রুনা আক্তার (২৭) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (০১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তোরাব এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রুনা জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকার সাহাবুদ্দিনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফাইজুর রহমান জানান, সন্ধ্যায় এক ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে করে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক দিয়ে কাঞ্চনের দিকে যাচ্ছিলেন রুনা আক্তার। পথে তোরাব এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রুনা ছিটকে রাস্তায় পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঘটনার পর চালক মোটরসাইকেল নিয়ে ট্রাকের পিছু ধাওয়া করে আর ফিরে আসেনি। প্রায় ঘণ্টা খানেক পার হলেও মোটরসাইকেল আরোহীর খোঁজ মিলেনি বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।