ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাসিরনগরে হামলা: 'মূল হোতা' অাঁখির সহকারীসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
নাসিরনগরে হামলা: 'মূল হোতা' অাঁখির সহকারীসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনার মূল হোতা হিসেবে সন্দেহভাজন দেওয়ান আতিকুর রহমান আঁখির ব্যক্তিগত সহকারীসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন-হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির ব্যক্তিগত সহকারী উত্তম কুমার দাস (২৫) ও ইউপি সচিব মনোরঞ্জন দেবনাথ (৪০)। 

রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় তাদের আটক করা হলেও সোমবার দুপুরে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছে পু্লিশ।  

হরিপুর গ্রাম থেকে মনোরঞ্জন দেবনাথকে ও ব্রাহ্মণবাড়িয়া শহরের অানন্দবাজার এলাকা থেকে উত্তমকে অাটক করা হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে অাটক করা হয়েছে। হামলার ঘটনায় 'প্রধান হোতা' হিসেবে চিহ্নিত ইউপি চেয়ারম্যান আঁখির সঙ্গে তার পরিষদের সচিব মনোরঞ্জন দেবনাথ ও ব্যক্তিগত সহকারী উত্তম দাসের যোগাযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আঁখির অবস্থান নিশ্চিত হতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।