ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোমতি নদী থেকে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
গোমতি নদী থেকে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গোমতি নদী থেকে মো. ইমাম হোসেন সজীব (১৪) নামে এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ জানুয়ারি) সকালে উপজেলার গোমতি নদীর শিবনগর ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সজীব কুমিল্লা নগরের রেইসকোর্স এলাকার ধানমন্ডি রোডের তাজুল ইসলামের ছেলে এবং সাতরা চম্পকনগর ইসলামিয়া মোমিনিয়া দারুল সুন্নাহ মাদ্রাসার ছাত্র ছিলো।

সজীবের ভাই ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) কুমিল্লার আমতলীতে ইজতেমায় অংশগ্রহণ করতে যায় সজীব।

এদিন পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কোনো যোগাযোগ করেনি সে। শুক্রবার ইজতেমা মাঠে গিয়ে নদীর পাড়ে তার ব্যবহৃত জামা পাওয়া কাপড় পাওয়া যায়। পরে সোমবার সকালে গোমতি নদীর শিবনগর ব্রিজের নিচ তার মরদেহ ভেসে ওঠে।

দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজতেমায় যাওয়ার পর নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় সে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।