ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় মাহিদ্রার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
খুলনায় মাহিদ্রার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা: খুলনায় মাহিদ্রার ধাক্কায় সরোয়ার শেখ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (০২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মহানগরীর গোয়ালখালি নয়াবাটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সরোয়ার খালিশপুর নয়াবাটি এলাকার শেখ বাড়ির মৃত হাতেম শেখের ছেলে।

খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুর রহমান বাংলানিউজকে বলেন, সরোয়ার শেখ তার মোটরসাইকেলে করে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, ঘটনার পর-পরই মাহিন্দ্রাটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। সরোয়ার শেখের মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এমআরএম/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।