ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনীর ফায়ার ব্রিগেড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনীর ফায়ার ব্রিগেড নৌবাহিনীর নিজস্ব ফায়ার ব্রিগেডের ইউনিট

ঢাকা: গুলশানের ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) বেলা দেড়টার দিকে নৌবাহিনীর নিজস্ব ফায়ার ব্রিগেডের ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়।

ইউনিটের একজন কর্মী বাংলানিউজকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে নৌবাহিনীর নিজস্ব ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে এসেছে।

শেষ খবর পর্যন্ত সোমবার মধ্যরাতে লাগা আগুন জ্বলছিলো। রাত থেকে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ২২টি ইউনিট কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।