ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে কোটি টাকার ভারতীয় শাড়ী-কাপড় জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
জয়পুরহাটে কোটি টাকার ভারতীয় শাড়ী-কাপড় জব্দ

জয়পুরহাট: জয়পুরহাটে পৃথক অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের দুই হাজার ২০০ পিস ভারতীয়-শাড়ী কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) ভোর রাতে সদর উপজেলার উত্তর জয়পুর এলাকায় একটি মিনি ট্রাকে এবং সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় কাপড়গুলো জব্দ করা হয়।

দুপুরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইমতিয়াজ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর জয়পুর এলাকায় অভিযান চালানো হয়।

এসময় মালিকবিহীন অবস্থায় একটি ট্রাকে তল্লাশি করে এক হাজার ৬০০ পিস ভারতীয় শাড়ি-কাপড় জব্দ করা হয়।

এদিকে, জয়পুরহাট রেলস্টেশনে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেসে আন্তঃনগর ট্রেনে তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৬৩৩ পিস ভারতীয় শাড়ি-কাপড় জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত শাড়িগুলোর মূল্য এক কোটি এক লাখ ৫৫ হাজার টাকা। এসব মালামাল হিলি শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।