ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে দুই মাদকসেবীর কারাদণ্ড

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
রূপগঞ্জে দুই মাদকসেবীর কারাদণ্ড

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দুই মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার খাদুন এলাকার মহসিন মিয়ার ছেলে সুমন ও নোয়াপাড়া এলাকার সুবেদ আলীর ছেলে মতিন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, প্রকাশ্যে মাদকসেবন করার সময় দুপুরে সুমন ও মতিনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের দুই জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।