ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

এমপি লিটনের বাড়িতে দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
এমপি লিটনের বাড়িতে দোয়া মাহফিল এমপি লিটনের বাড়িতে দোয়া মাহফিল

গাইবান্ধা: আততায়ীর গুলিতে নিহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বাড়িতে কোরআন তেলওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকাল থেকে সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ গ্রামের নিজ বাড়িতে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠিত দোয়ায় লিটনের অত্মীয়-স্বজন, শুভকাঙ্খী, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়জ্জিনসহ সর্বস্তরের লোকজন অংশ নেয়।

এদিকে, লিটন হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ মঙ্গলবার সকাল থেকে তিন দিনের শোক কর্মসূচি পালন করছে। বিকেলে বিক্ষোভ ও সুন্দরগঞ্জ উপজেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

৩১ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহাবাজ গ্রামে নিজ বাড়িতে আততায়ীর ছোড়া গুলিতে গুরুতর আহত হন এমপি লিটন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।