ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জে ভূমিকম্পের আতঙ্কে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
সুনামগঞ্জে ভূমিকম্পের আতঙ্কে বৃদ্ধের মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জে ভূমিকম্পের আতঙ্কে হিরণ মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

হিরণ মিয়া জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের আমাসপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, এদিন বিকেলে হিরণ মিয়া নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ ভূমিকম্প হওয়ায় ঘর থেকে দ্রুত বের হতে গিয়ে তিনি দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুধুস‍ূদন ধর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ভূমিকম্প হওয়ার সময় ভয় পেয়ে পাটলি মাদ্রাসার ছাত্র নাদিউল ইসলাম মাদ্রাসার দুই তলা থেকে লাফ দেন। এতে তিনি গুরুতর আহত হন। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।