ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ডোমারে তিন গাঁজাসেবীর জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, জানুয়ারি ৩, ২০১৭
ডোমারে তিন গাঁজাসেবীর জরিমানা

নীলফামারীর ডোমারে গাঁজা সেবনের দায়ে তিন যুবককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর ডোমারে গাঁজা সেবনের দায়ে তিন যুবককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুরে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানা এ জরিমানা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- ডোমার পৌর এলাকার পল্টনপাড়া গ্রামের রাকিবুল হাসান (২৭), সাহাপাড়া গ্রামের পারভেজ (২৮) ও একই গ্রামের সাধন ভৌমিক (৩০)।

ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, ডোমার শহরের ঢাকা কোচ স্ট্যান্ড এলাকার পেছনের একটি পরিত্যক্ত ঘরে গাঁজা সেবনের সময় তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।