ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মোরেলগঞ্জে শুভরাজকাঠি খাল উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
মোরেলগঞ্জে শুভরাজকাঠি খাল উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন শুভরাজকাঠি খাল উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শুভরাজকাঠি খাল উন্মুক্ত রাখা এবং বাঁধ দেওয়ার আগে স্লুইজ গেট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের দেবরাজ বাজারে স্থানীয় কৃষকসহ এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় বক্তব্য রাখেন-স্থানীয় কৃষক আলী আকবর তালুকদার, নজির জোমাদ্দার, সরোয়ার জোমাদ্দার, জমির মালিক মো. রফিকুল ইসলাম, ইমান জোমাদ্দার, সোহেল হাওলাদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়নের মিস্ত্রীডাঙ্গা, দেবরাজ ও কুমারিয়ার জোলা উপজেলার অবহেলিত এলাকা হিসেবে পরিচিত। এখানকার অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। শুভরাজকাঠি খালটি এই এলাকার কৃষিকাজের জন্য পানি সরবরাহ ও নিষ্কাশনের প্রধান মাধ্যম।  
 
এখানে বাঁধ নির্মাণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে কৃষকরা শুকনো মৌসুমে পানির অভাবে ফসল ফলাতে পারবেনা। আর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হবে। তাই খালে বাঁধ দেওয়ার আগে স্লুইজ গেট নির্মাণের জোর দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।