ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় দুই হাসপাতালকে ১১ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
উত্তরায় দুই হাসপাতালকে ১১ লাখ টাকা জরিমানা

ঢাকা: রাজধানীর উত্তরায় দুই হাসপাতালকে ১১ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব- ১) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে হাসপাতাল দুটির অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করায় এবং প্যাথলজিক্যাল টেস্টের ভুয়া রিপোর্ট দেওয়ায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।

র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, হাসপাতাল দুটির মধ্যে লেকভিউ স্পেশালাইজড হাসপাতালকে ৬ লাখ টাকা এবং শি শি জাপান হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এসজেএ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।