ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুঠিয়ার বিড়লদহে মাথায় গাছের ডাল পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
পুঠিয়ার বিড়লদহে মাথায় গাছের ডাল পড়ে শ্রমিকের মৃত্যু

রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় উপজেলার সদর পৌরসভায় বিড়লদহ এলাকায় মাথায় ওপর গাছের ডাল পড়ে মজনু সরদার (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় তার মরদেহ দাফন করা হয়।

রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র আসাদুল হক আসাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গাছ কাটার কাজ করছিলো মজনু। এ সময় উপর থেকে একটি ডাল নিচে তার মাথার ওপর পরলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এসএস/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।