ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চিটাগাং রোডে ট্রাক চালককে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
চিটাগাং রোডে ট্রাক চালককে কুপিয়ে হত্যা

ঢাকা: রাজধানীর চিটাগাং রোডে মাহবুব (৩০) নামে এক ট্রাক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

ট্রাকের হেলপার শুভ বাংলানিউজকে বলেন, আমার ট্রাক চালিয়ে ঢাকায় আসছিলাম।

চিটাগাং রোডের পাশে নিরালা পেট্রোল পাম্পে ট্রাক থামিয়ে চালক মাহবুব প্রাকৃতিক কাজ সারতে গেলে একদল দুর্ব‍ৃত্ত তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, তার কাছে ২০ হাজার টাকা থাকলেও দুর্বৃত্তরা তা নিতে পারেনি।    

ট্রাক চালক মাহবুবের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বর উপজেলায়।

‍ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এজেডএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।