ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

গাইবান্ধায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
গাইবান্ধায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দিনগত রাতে সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় ১১ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত আরও ১০০/১৫০ জনকে আসামি করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, এমপি লিটন হত্যার পর পুলিশ আসামিদের গ্রেফতারে সুন্দরগঞ্জ উপজেলায় বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। অভিযানকালে জামায়াত-শিবির ও চিহ্নিত কিছু অপরাধীর বাড়ি থেকে বেশ কিছু জিহাদী বই ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সব ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।