ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাবির জগন্নাথ হলে এক শিক্ষার্থীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
ঢাবির জগন্নাথ হলে এক শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অপু সরকার (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপু একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন্স সিস্টেম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

তিনি জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি ভবনের ৪৭৪ নম্বর কক্ষে থাকতেন। সকালে ঘুম থেকে না ওঠায় তাকে সবাই ডাকাডাকি করেন। পরে জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান শিক্ষার্থীরা।

পরে হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম কুমার সরকার বাংলানিউজকে বলেন, আমার কাছে মনে হয়েছে স্বাভাবিক মৃত্যু হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা চাইলে ময়নাতদন্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এসকেবি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।