ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

নড়াইলে মাদক বিক্রেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৩, জানুয়ারি ৪, ২০১৭
নড়াইলে মাদক বিক্রেতার কারাদণ্ড

নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় সুজয় বিশ্বাস (২১) নামে এক মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম এ আদেশ দেন।

সুজয় একই উপজেলার অফিস এলাকার বাসিন্দা।

ইউএনও কামরুল ইসলাম জানান, বুধবার সুজয়ের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।  

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।